তোরা আমায় পাগল বলিস না,  
আমি বদ্ধ পাগল নই।
মন মানুষী হারায়ে, মাঝে মাঝে,
আবোল তাবোল কই।
তোরা আমায় পাগল বলিস না,  
আমি বদ্ধ পাগল নই।


এমন ভাগ্য লিখেছিল,
বিধি আমার তরে,
প্রিয়া আমার যায়রে ছেড়ে,
আমায় একা করে রে, আমায় করে,
এমন নিঃসঙ্গ জীবন তো আর আমি চাইনা,
তোরা আমায় পাগল বলিস না,  
আমি বদ্ধ পাগল নই।
মন মানুষী হারায়ে, মাঝে মাঝে,
আবোল তাবোল কই।


তোদের বুঝাবো কি দিয়ে রে,
বুঝাবো কি দিয়ে,
কলিজাতে তীর মারিয়া যায়রে আমার প্রিয়েরে,
যায়রে মাআর প্রিয়ে।
না জানিয়া তোরা কাউকে অপবাদ দিসনা,
তোরা আমায় পাগল বলিস না,  
আমি বদ্ধ পাগল নই।
মন মানুষী হারায়ে, মাঝে মাঝে,
আবোল তাবোল কই।


হয়তো প্রিয়া কোন একদিন করবে আমায় মনেরে,
করবে আমায় মনে,
সেদিন কোন লাভ হবেনা, মাথা ভাঙ্গলে পাষাণেরে,
মাথা ভাঙ্গলে পাষাণে,
এমন পাষাণ প্রিয়া, বিধি তুই আর কেউরে দিসনা,
তোরা আমায় পাগল বলিস না,  
আমি বদ্ধ পাগল নই।
মন মানুষী হারায়ে, মাঝে মাঝে,
আবোল তাবোল কই।


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)