অন্ধকার পূর্ণতা পায় কালোর বন্যায়,
রজনী তৃপ্ত হয় স্নিগ্ধ সকাল বেলায়।  
বিকালের পূর্ণতা হয় গোধূলী কালে,  
ঋক্ষরাজ তৃপ্ত হয় পূর্ণিমার পালে।  


নীরদ পূর্ণতা পায় প্রবল বৃষ্টিতে,
অঁজিষ্ণু তৃপ্ত হয় দিনের আলোতে।  
বসন্ত পূর্ণতা পায় ফুলের হাসিতে,  
অমাবস্যা তৃপ্ত হয় তিমির রাশিতে।  


সাগর পূর্ণতা পায় জোয়ার ভাটায়,  
নদী তৃপ্ত হয় তীর ভাঙ্গা গড়ায়।    
শীত পূর্ণতা পায় সকালের শিশিরে,  
গ্রীষ্ম তৃপ্ত হয় যখন তপ্ত আগুন ঝরে।    


ব্যর্থতা পূর্ণতা পায়, না পাওয়ার বেদনায়,  
বেদনা তৃপ্ত হয় হতাশার যাতনায়।
ভালবাসা পূর্ণতা পায় অমৃত সমাহারে,    
তুমি-আমি তৃপ্ত হব মধুময় বাসরে।


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসি)