জানি বন্ধু, আমার কথা শুনে
তোমার মনে হবে রক্তক্ষরণ।  
তবু আমি সত্য বলতে,
শুনব না কারো বারণ।


সত্য শুনে কেউবা যদি
ছিছি মোরে, করে উচ্চারণ,  
তাই বলে কি মিথ্যার
কাছে করব সমর্পণ।


সত্য কথা বললে তোমার
খারাপ লাগবে, লাগুক,
সত্য কথা বললে আমার
দণ্ড হবে, হোক।


তাই বলে কি মিথ্যার কাছে
করব মাথা নত,
দণ্ড ববে হোক, তবু আমি
সত্য কথা বলব অবিরত।

চিৎকার করলেই অসত্য
কি, আর সত্য হয়ে যায়?  
মিথ্যা বললে ইতিহাস
কি, ক্ষমা করবে তোমায়?  


এখনো তোমার আছে সময়,
মিথ্যা প্রলাপ ছাড়ি,  
জীবন তোমার করো অর্থময়,
এই আহবান করি।


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)