এক এক্কে এক
বাইরের পৃথিবীটা জানলা খুলে দেখ,
দুই এক্কে দুই
কাজকর্ম সাঙ্গ করে তারপরেতে শুই,
তিন এক্কে তিন
সাধ্যমতো দাঁড়াই পাশে আছে যারা দীন,
চার এক্কে চার
আগে ভেবে করলে কাজ হয় না ছারখার,
পাঁচ এক্কে পাঁচ
দুর্দিনে নয় কান্নাকাটি, সুদিনে নয় নাচ,
ছয় এক্কে ছয়
স্রষ্টা ছাড়া আর কাউকে পেয়োনাকো ভয়,
সাত এক্কে সাত
অন্যায়কে ঘৃণা করে ন্যায়ের দিকে বাড়াও হাত,
আট এক্কে আট
শেষ কখনো হয় না যেন শিক্ষা নেওয়ার পাট,
নয় এক্কে নয়
সৎ পথেতে চললে পরে হবেই হবে জয়,
দশ এক্কে দশ
বিবেক হল জ্বিনের বাতি,সেই বাতিকেই ঘষ।


---------------