বাস্তবে যা হয় না পাওয়া কল্পনাতে পাই
যে গান মনে ঢেউ তোলে তা সপ্ত সুরে গাই
দুঃখবিলাস ত্যাগ করেছি, ছেড়েছি সুখ খোঁজা
যা হবার তা হবেই জেনে নামিয়ে রাখি বোঝা।


আকাশ দেখি বাতাস মাখি সব জানালা খুলে
যে ফুল হেসে সুবাস ছড়ায় সে ফুল রাখি তুলে।
লগির ঘায়ে ফল পাড়ি না অপেক্ষাতে থাকি
যে ফল পড়ে কোলের উপর যত্নে তুলে রাখি।


কথার মানে সবাই কি আর সহজভাবে বোঝে?
বেরসিকে মলিন মনে উল্টো মানে খোঁজে।
বন্ধু পাওয়া সহজ বলেই নয়তো সহজ রাখা
প্রেমের খাঁচা পলকা হলেই মেলবে পাখি পাখা।


মনের ধাঁচই আসল গড়ন মুখের গড়ন মেকি
রেখায় লেখায় মনের ছবি উঠছে ফুটে দেখি।
তুমিই আমার দূরের বন্ধু দূরেই থেকো পাখি
তোমার তরে আমার আকাশ দূষণমুক্ত রাখি।