সবাই বলে তোমার কবিতা,
আমি খুঁজে দেখি আমার কাছে নেই,
চুপটি করে বসে আছে গাছের কোন ডালে!
ধরতে গেলে যায় যে উড়ে পাই না নাগালে।


সবাই বলে তোমার এ কথা,
আমার কানে অন্য রকম লাগে,
আসছে যেন দূর আকাশের বাতাস থেকে ভেসে!
চিনতে আমায় পারছ না কি? বলছে ওরা হেসে।


সবাই বলে তোমার এ ব্যথা,
আমি কিন্তু পাই না খুঁজে বুকে,
ব্যথা বল খুশি বল আমিই কি আর লিখি তা!
সময় এসে আপন মনে যায় যে লিখে কবিতা।