আচমকা এই দুপুর
কুঁড়ি কুঁড়ি তোমাকে ঝরালো,
সুরভিত উঠোনে হঠাৎ জোয়ার।
উড়াল সেতুতে জ্বলে নীলাভ আলো,
রবাহূত ভ্রমণে এপার-ওপার।


মেঘেরও তো দায় থাকে,
ডেকে আনে রাত ;
অন্তরমহলে তখন ঋদ্ধ মোলাকাত।