এই যে লোডশেডিং তার অকস্মাৎ তিরোধানে
কেউ কি জেনেছে কারণ? আমিও কি বুঝেছি মানে?
ঝাঁট দিতে দিতে কখন থেমেছি জানি না,
অলক্ষ্যে জমেছে জঞ্জাল, শূন্য থাকেনি আঙিনা।


উষ্ণ বাতাসের মতো যতটুকু খালি করে যায়,
ঠান্ডা বাতাস এসে অবাধে ভরায়।
ইচ্ছে সেখানে মূল্যহীন; বলা যায় ভাঙা কাঁচ,
ইন্ধন প্রত্যাশা করে নিভু নিভু আঁচ।


হলুদ তারাদের মতো বিন্দু বিন্দু ঝরেছ কখন
দেখেনি অন্ধকার, বোঝেনি শূন্য উঠোন।