হয়তোবা আর থাকবো না এই সবুজঘেরা মাঠে-
গোধূলির ওই কিরণ মেখে চলল রাখাল বাটে।
কত না পথ মুক্ত আছে জীবন আঙিনায়-
জানি না তো যাচ্ছে তারা কোন্ সে ঠিকানায়!
তবুও তো যায় না থামা, ঠেলছে যেন কারা-
নদীও বয় আপন বেগে, হয়না দিশাহারা,
সেই আশাতে বাঁক নিয়েছি, নতুন দেশে যাব-
সেইখানে এক বৃক্ষ আছে, শীতল ছায়া পাব।
অনেক খেলা খেলেছি তাই মজার সীমা নাই-
যা আছে তা সুখের স্মৃতি, সঙ্গে নিয়ে যাই।
বিদায় তবে অতি প্রিয় সবুজভরা মাঠ-
থাকবে খোলা তোমার তরে এই হৃদয়ের হাট।