কেঊ বা চালায় ঠেলাগাড়ি
কেউ বা চালায় দেশ,
কেউ বা করে আঙুল গোণে
কেউ বা করে শেষ।
কেউ বা খাটে ঘুমে কাদা
কেউ বা খাটে মাঠে,
কেউ বা ওঠায় বিশাল বোঝা
কেউ বা ওঠায় লাটে।
কেউ বা দাঁড়ায় জল ভরে দেয়
কেউ বা দাঁড়ায় পথে,
কেউ বা চড়ে হয় যে ঘায়েল
কেউ বা চড়ে রথে।
কেউ বা কাশে রোগ-ব্যাধিতে
কেউ বা কাশে মুগ্ধ,
কেউ বা বাধায় আটকে পড়ে
কেউ বা বাধায় যুদ্ধ।
কেউ বা ভাসে বানের জলে
কেউ বা ভাসে হর্ষে,
কেউ বা বোনে স্বপ্নের জাল
কেউ বা বোনে সরষে।