______________________



"রঙ-বেরঙের  ঘোটালা ঘটছে যে রোজ দেশে
তুমি কেবল মন্ত্রি হয়েও রইলে সাধু বেশে,
সব খবরে জায়গা পাকা
সুইস ব্যাঙ্কে জমছে টাকা
জাতির যেন নায়ক তারা" গিন্নী বলেন হেসে,
"গভীর জলের মাছ যে আমি" বলেন কর্তা কেশে।



গিন্নী-- বসু বাবু পর্ণো লিখে হলেন কোটিপতি
ছাই পাঁশ সব কাব্য লিখে সাজছো কেন সতী?
কর্তা--"চাই না আমার কোটি টাকা
..........মান ছাড়া যে সবই ফাঁকা
তুমিই আমার ব্যাঙ্ক-ব্যালেন্স,আমি তোমার পতি।"
গিন্নী--টাকা না থাক কথা আছে,তুমি ছাড়া নেই গতি।



গিন্নী--করলে বিয়ে দশটি বছর প্রেমটা করার পরে
নায়ক সেজে আসতে তখন,দেখতে দু চোখ ভরে,
এখন ফিরে চাও না কেন?
বাড়ির বাঁদি আমি যেন,
মিষ্টি কথাও শোনাও না আর,মন বসে না ঘরে।
কর্তা--আমিও আর নেইতো নায়ক তোমার চোখের তরে।