"আজ নগদ কাল ধার" , লেখাই থাকে দেয়ালে-
ধারের আশায় কাল চলে যায় থাকেই না যে খেয়ালে,
সময় হলে হৃদ-মুর্গি দেবেই প্রেম-ডিম ?
ততক্ষণে কে দেবে তাপ? আগুন নিভে হিম!
যা দিতে চাও এক্ষুণি দাও, ওৎ পেতে যে শেয়ালে!