সন্ধ্যের পরে যে রোজ প্রেমপত্র লেখে দূরভাষে
ঘুমশেষে কেবল মুঠোফোনটাই থাকে তার পাশে।


রোদ যত চড়া হয় ততটাই ধুলো তাকে ঘেরে
পদছাপ পথে, 'পদ খালি নেই' দেখে দেখে ফেরে।


এক লাফে সে পৌঁছায় রোজ দুপুর থেকে রাতে
গোধূলির মায়ারোদ কখনো পড়েনি তার হাতে।


আচ্ছে দিনের দুঃস্বপ্ন ভাঙলেই বালিশে মুখ গোঁজে
রুগ্ন বাবার গোঙানি চাপা দিতে মোবাইল খোঁজে।