বলছে শুনি সবাই তাকে জোর গলাতেই 'চোর',
দেশের মাথায় বসে আছেন, নেই কোন উত্তর।
দেশের মানুষ কর গুনে দেয়, তারাও যে চায় জবাব,
জবাব কোথায়? ভাব যেন তার কলিকালের নবাব।
মহা পুঁজির পতি যারা তাদের সাথেই ভাব,
আবেগ দিয়ে সত্য ঢাকার কৌশলী স্বভাব।
প্রতিরক্ষার কবচ দিয়ে চাইছে দিতে ধোকা,
সবাই তো চায় মজবুত দেশ নয় তো কেউই বোকা।
তাই বলে কি দ্বিগুণ দামে কিনবে সরঞ্জাম?
ওই টাকাতে লেগে আছে আম জনতার ঘাম।
কাটমানিতে উড়িয়ে দেওয়ার নেইতো অধিকার,
দেশের মানুষ চাইছে জবাব চাইছে প্রতিকার।
স্বাধীন যত প্রতিষ্ঠানে বাড়াও কেন হাত?
কুক্ষিগত করাই তবে তোমার মন কি বাত?
তদন্তেতে বাধা দিয়ে করছো প্রকট স্বরূপ,
আর কতদিন থাকবে মানুষ এমনভাবে চুপ?