দুর্ঘটনায় ফাটল মাথা
আচমকা আঘাতে,
আহা উহু করল সবাই
কি আর হল তাতে?
যেমন ব্যথা রইল তেমন
কষ্ট যে পাও একা,
হয়তো আমি  খুব বড় জোর
দিলাম তোমায় দেখা।


তোমার ব্যথা আমি পাব
আমার ব্যথা তুমি,
এমন যদি হত তবে
বদলাত প্রেমভূমি।
তোমার কায়িক ব্যথায় যদি
কষ্ট পেতাম সমান,
সমব্যথায় একাত্মতায়
রেখে যেতাম প্রমাণ।


কারা আপন কারা যে পর
হয়ত যেত বোঝা,
মানুষ চেনার কঠিন এ পথ
বদলে হত সোজা।
কিন্তু এ যে পরীক্ষা ধাম
সহজ নয় যে কিছু,
প্রস্তুতিতে ফাঁকি দিলে
থাকবে মাথা নিচু।