একটা কবিতা লিখতে গিয়ে তোলপাড় নদীর প্রাণ-
একটা কবিতা লিখতে গিয়ে জলতরঙ্গের অভিমান।
একটা কবিতা লিখতে গিয়ে সুখেও অশ্রু ঝরে, হায়!
একটা কবিতা লিখতে গিয়ে মুখেও রক্ত উঠে যায়।
একটা কবিতা লিখতে গিয়ে বুকে ঢেউ তোলে মাঝি-
একটা কবিতা লিখতে গিয়ে জিতে যাই অধরা বাজি।
একটা কবিতা লিখতে গিয়ে বাতাসে প্রিয়ার মুখ-
একটা কবিতা লিখতে গিয়ে লাভা ওগরানোর সুখ।
একটা কবিতা লিখতে গিয়ে বিধাতার সাথে মোলাকাত-
একটা কবিতা লিখতে গিয়ে বীরেদের করি কুপোকাত।