উতলা হয়ো না বন্ধু, আমি স্থির আছি-
আমি পাথুরে বুকে সয়ে নিতে পারি পৃথিবীর যত ঝড় তুফান,
আমি নিশ্চল নির্বিকার থেকে যেতে পারি সহস্র শরাঘাতে;
যদি কোন দুর্বল মুহূর্তে চিৎকার করে উঠি দুঃসহ যন্ত্রণায়-
পৌছাবে না তোমার কর্ণকুহরে সে বোবা কন্ঠের আর্তনাদ।


তুমি তো জানো  আমি কালোত্তীর্ণ,অজস্র বজ্রাঘাত সয়ে সয়ে;
কী এমন ক্ষমতা তোমার টলাবে আমায়?
আমার এ পাষাণ মূর্তি, সে তো তোমারই দান!
দেখে যাও দেবী, কৃতজ্ঞতায় নতশির এই প্রাণহীন প্রাণ।


-------
রচনা:২৩/০৯/২০১৮