আনাগোনা ছিল শুদ্ধ বাতাসের
তোমার উঠোনে,
পাশাপাশি পোঁতা ছিল দুটি কাঠ
উঠোনের কোণে,
সে কাঠে দাঁড়িয়ে ছিল প্রাণময়
নবান্নের ঢেঁকি,
উঠোনের ধূলিকণা মুখরিত গানে,
ভাবি নি তা মেকি,
আজ দেখি ছিন্ন মুণ্ডে রক্তের ধারা
চুকেছে প্রাণের পাঠ,
কাঠ দুটি কত সহজে হয়ে গেল
জল্লাদের হাঁড়িকাঠ।