(চতুর্দশপদী)
সেদিন ভোরে বইছিল স্রোত নৈঋতে
উদোম গায়ে মেয়েটি কাঁপছিল শীতে,
ধুম ঝড় ওঠার কথা ছিল আকাশে
মেয়েটির মুখ ছিল নিরক্ত ফ্যাকাসে,
ইউনিফর্ম ভেসে ছিল ঐ নর্দমায়
আর্ত কাকেরা সকারণ ভীড় জমায় ;
বুঝেছে মিলে যাবে শবদেহ নির্ঘাত
মিলে যাবে বাকি হিসাবের ধারাপাত।


ধীরে ধীরে বাড়ছি্ল কাকেদের রব
নেকড়েরা চাটছিল মেয়েটির শব,
বন্ধু এক ছিল তার নেকড়ের দলে ;
নবারুণ ঘৃণা ভরে যায় অস্তাচলে,
অবশেষে ঝড় ওঠে,থেমে যায় ফের
হিসাব মেলে না শুধু থেকে যায় জের।