শরীর, আর কত নীচে নামাবে তুমি?
আর কত নীচে?
এগিয়ে যেতে চায় শুধু মন,তুমি কেন
থেকে যাও পিছে?
পৃথিবীর বনে বনে কত শত পাখি
হাতছানি আকাশে,
শিমুলের ক্ষমতা বড় ক্ষীণ,তাই বুঝি
উড়ে যাও বাতাসে?
তবুও লঘুভার গুরু হয় একদিন,
বাতাস রাখে না আর,
ক্লান্ত ডানায় মাটিতে নেমেই দেখো
শুধুই ধূ ধূ বালুচর,
বনের পাখি উড়ে যায় বনে,রেখে যায়
কালো কালো দাগ,
সুখ যত বিতরিত আকাশে বাতাসে,
কে নেবে দুঃখের ভাগ?
জলের বুদ বুদ জলে মিশে যায়
মাটিতে মিশবে তুমি,
ঢেউয়ের আঘাতে পাড় ভাঙে অবিরাম,
ভেসে যায় সাধের ভূমি,
অবিশ্বাসী চোখে ঠোকরায় পোষা পাখি ,
ভুলে যায় গান,
প্রেমময় অন্তরে জমে ওঠে ঘৃণা,নয় তা
শুধুই অভিমান,
হিসাব মিলিয়ে দেখো,সপ্ত পাতালের
তিন ধাপ পার,
পারো যদি উঠে এসো,রসাতল খুব বেশি
দূরে নয় আর...