জবর দখলের বাসনা
শ্বাপদ হৃদয়ে
যন্ত্রণায় মুখ ঢাকে সূর্য,
অনীহা উদয়ে।
তবু অর্চনা দমেনি তাতে,
সরিয়েছে হাত,
সংকল্পের আলোয় তার
পালিয়েছে রাত।
নয়া সকালে মিলেছে বন্ধু
সুহৃদ ডাক্তার,
নরবেশী শ্বাপদ যে,কেটে
নাও নাক তার।
আরো কত অর্চনা, যাদের
মুখ পোড়ে তেজাবে,
প্রার্থনা করি সুস্থ জীবনে
ফিরে আসুক এভাবে।
------------------------------------------------
খবরে প্রকাশ উত্তর প্রদেশের অর্চনা ঠাকুর এক যুবকের ছোঁড়া অ্যাসিডে  মারাত্মকভাবে জখম হয়েছিলেন।একটা চোখ সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার পাশাপাশি পুরো মুখ ঝলসে ভয়ংকর কালো হয়ে গিয়েছিল। সম্প্রতি এক সহৃদয় চিকিৎসক অর্চনাকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।