ভাল ভাল কথা কয়
ত্রিলোচন শর্মা,
লোকে বলে বেশ লোক
বেশ করিৎকর্মা,
মন রেখে চলা তার
অপরূপ ধর্ম
বিপদে আপদে সেটা
হয়ে যায় বর্ম।
হেসে খেলে ছিল বেশ
নিরূপমা বর্মা
গান গায় পিক সুরে
চোখে দেয় সুর্মা,
জলপরী মনে হয়,
কী দারুণ ফর্সা!
ত্রিলোচন্ পাতে জাল,
কথা যেন বর্ষা,
ভেসে যায় বাক-তোড়ে
নিরুপমা সতী
ভুলে যায় ছেলেমেয়ে
ভুলে যায় পতি,
একদিন পতি তার
মুঠোফোনে বার্তা
পড়ে সব বু্ঝে গিয়ে
ছেড়ে দিল কর্তা,
আশা নিয়ে দেখা করে
ত্রিলোচন সনে,
গিন্নীকে জড়িয়ে বলে
কিছু নেই মনে,
ত্রিলোচন বিবাহিত
জানতো না রামা,
ঘর গেল বার গেল
মিললো না ক্ষমা,
বউসহ জনে জনে
ত্রিলোচন বলে,
'বউটা ছেনাল খুব
ভুলেছিনু ছলে',
চোখেতে আগুন জ্বেলে
খোঁজ নেয় নিরু,
জ্ঞান তার টনটনে
নয় সে যে ভীরু,
আরো বহু ঘর ভেঙে
সেজে আছে সাধু,
মুখোশটা খুলে নেয়,
থামে বাক-যাদু।