এক এক দিন অরুণ ওঠে না,
বালুচর ঢেকে থাকে নিকষ আঁধারে,
অপেক্ষায় থাকে সূর্যমুখী,তবু যেন ফোটে না,


এক এক দিন বোবা হয় কাক,
গাছগুলো ঢেকে থাকে ঘন কুয়াশায়,
ভেসে আসে দূর থেকে কুকুরের কান্নার ডাক,


এক এক দিন চারপাশে মরু,
দূরে দূরে উঁকি দেয় যত কাঁটাঝোপ,
দৃশ্যহীন আকাশের বুক চিরে বয়ে যায় লু ...