কাজ ফুরোলেই দাঁড়াই এসে
ঐ নদীটার বাঁকে,
পাখি দেখি বানর দেখি
গাছগাছালির ফাঁকে।


বিকেল গড়ায় সন্ধ্যা নামে
নদীর বুকে বান,
বানরগুলো দাঁত খিঁচিয়ে
থামায় পাখির গান।


রাজপথে কি চলছে মিছিল?
শব্দ আসে কানে,
সব দাবি কি মিটবে রে ভাই?
ভাসবে কিছু বানে!


একটা দাবি মিটে গেলেই
জন্ম নেবে আর এক দাবি,
পথের ধূলো মেখে মেখেই
দুপুর বিকেল সব হারাবি?


কোথায় তুমি খুঁজছো জীবন?
জীবন তোমার বুকপকেটে,
চাঁদে কি আর যাচ্ছো তুমি?
সওয়ার কেন ঐ রকেটে?


মাথা যখন আছে রে তোর
আকাশ পাবি মাথার ওপর,
আকাশ পেলে মেঘও পাবি,
বৃষ্টি পেলেই মিটবে দাবি।