বৈশাখ মানে অসভ্যতামির নয়তো খোলা হাট
বৈশাখ মানে কল কল নদী সোনালি ফসল মাঠ

বৈশাখ মানে বাঙালির নাড়িতে বয়ে যাওয়া রক্তধারা
বৈশাখ মানে বাংলার গোমুখ অনাবিল স্রোতধারা,

বৈশাখ মানে রবি-নজরুল লালনের জয়গান
বৈশাখ মানে শত বাধাতেও রাখা বাংলার মান।

বৈশাখ মানে ভাষাশহিদের রক্তে রাঙানো মাটি
বৈশাখ মানে সোচ্চারে বলা 'আমরা বাঙালি খাঁটি'

বৈশাখ মানে বাঙালির শপথ বাংলায় কথা বলা
বৈশাখ মানে বিশ্ব-আঙিনায় বাংলার পথচলা ...