হিসাবের সাথে সমঝোতা করে
পেন্সিল পেয়েছি হাতে,
সাদা ক্যানভাসে দিনটা গিয়েছে
স্বপ্ন আসে নি রাতে।


অধুনা বাগানে বদলেছে ফুল
গন্ধ মেখেছি গায়ে,
আদি বর্ষায় আমূল ভিজেছি
শিকল দিয়েছি পায়ে।


মুক্তি সরেছে ত্রস্ত পায়েতে
ধরতে পারিনি আজও,
ঠিকঠাকভাবে করতে পারিনি
বাঁধনে বাঁধার কাজও।


নামতার বই ভাসাবো এবার
না ফেরা নদীর জলে,
দেখবো না গুনে কয়খানি দল
আছে ওই শতদলে।