ঝড় এসেছে একা একা ঝগড়ার মতো-
আমিতো আত্মসমর্পণে আগেই অবনত।


চৈত্র গিয়েছে, যেভাবে তুমিও গিয়েছিলে-
কী দিয়ে গেল চৈত্র? তুমিই বা কি দিলে?


রংটং বেশি দিন টেকে না, পলেস্তারাও খসে-
বুকের ভেতর যার বাসা সেও কি থাকে বশে?


বৈশাখকে বরণ করেছি সাজিয়ে রাখা ডালায়-
তোমাকেও আপন করেছি আকাশকুসুম মালায়।


আমার ঘুমেও ঝড় ওঠে, তবু ঝরায় না সে ফুল-
তাকে শুধু খেলতে ডাকে তোমার দুই গাছি চুল।