বহুদিন ধরে সাজিয়েছো বাগান।
মতিভ্রম হয়েছিল কি? বানরকে করে দিলে মালি-
তছনছ তো করবেই, কাকে আর দেবে তুমি গালি!


কোটি লোকে ঝরিয়েছে ঘাম ফলিয়েছে ফসল।
আশায় বুক বেঁধে সাজিয়ে রেখেছে থরে থরে-
গুটিকয় ধেড়ে ইঁদুর দিব্যি বয়ে নিয়ে ঢুকে গেল গহ্বরে।


ব্যাপারটা তেমন কিছু নয়, কেবল
দেখে গেল নির্বিকার স্বঘোষিত চৌকিদার,
চওড়া বুকের শক্ত হাতে খুলে দিল দেশের দ্বার।


কাল যাকে ভাই বলে ডেকেছিলে,
আজ তার হাতে উদ্ধত ছুরি! যা স্বপ্নেও ভাবোনি মনে,
প্রতিবাদ মারা গেছে, পড়ে আছে বাগানের এক কোণে।


ব্যাপারটা তেমন কিছু নয়,
ফাঁকা আওয়াজে অভ্যস্ত হয়ে গেছে আমাদের কান-
এস গেয়ে যাই 'মন কি বাত' এর সমবেত জয়গান।