---------- ( ১)-----------


প্রেমের আবার একাল-সেকাল!
প্রেমের আবার বসন্ত-শীত!
বৃষ্টি এলেই ভিজবে মাটি,
গাইবে পাখি আনন্দ-গীত।


----------(২)------------


ফেলছো কাকে খরচা-খাতায়?
দীঘির জলে থাকছো মজায়?
জায়গা খানিক ছেড়েই রেখো--
ন্যুব্জ হাঁসের পালক গজায়।


---------- (৩)-------------


সারা বছর দিনে রাতে--
বাঁধছো কি ঘর দ্বিধার সাথে?
ঊর্ধ্বমুখে চেয়ে দেখো--
রবির কাছে বাঁচতে শেখো।