এভাবে ছড়িয়ে দিও না, স্হির হও
যেভাবে স্থির আছে মৎস্য চোখ,
যে আলোকবিন্দুর দিকে আমার যাত্রা
হে পরিণীতা, সেখানেই দেখা হোক।


কিছু কিছু অসুখ হাওয়া বদল চায়-
সমতল থেকে পাহাড়ের সানুদেশ;
বহুচর চেয়েছিল সমুদ্রে যেতে-
পৃথিবী দেখলো তার অরণ্য প্রবেশ!