লালচে আভা রাতের কোলে ঢলিয়ে পরে যেই,
সন্ধ্যে নামে চুপিসারে : ভাবতে বসলেই-
মনে পড়ে সেই দুপুরে কলার ভেলায় করে;
হারিয়ে যেতাম ভ্রম অছিলায় সমেত তোমারে।
অন্তহীনে ছিলে তুমি ; গন্তে তোমার চাতক পাখি-
অন্তরালে তৃষ্ণা মেটাও -স্পর্শে এসো আলো দেখি !
হারিয়ে চলো বৃন্দাবনে; তোমার ছোঁয়ায় শান্তি মেলে!
কৃষ্ণ-রাধে একই সাথে পৌঁছে যাবো নীলাচলে ।