ইঁদুর কেঁটেছে বাঁধ,
করো কারো মনের মিটেছে স্বাধ।
বন্যায় প্লাবিত আমার সোনার বাংলা,
দেশের ভাবমূর্তি গেছে বদলে, কৃষক হয়েছে কামলা।


এক টাকার বাজার খরজ,দশ টাকার ভাউচার,
এই হলো কেনাকাটা অবলারে অত্যাচার।
নেই থাকার ঘড়, নেই ভজন আহার ,
হাঠু পানি, বুক পানি যার মাঝে সংসার।


ভিনদেশের অধিনে কাটে মোদের জীবন,
প্রতিবাদের নেই কেহ, সবাই যেন যোজন।
আপনে-আপনে দোস্ত তারা দেশের শিরমনি ,
উচিৎ বল্লে যাবে প্রাণটা কে শুনে কাঙ্গালের ধ্বনি।


মরার মত বেঁচে আছি কাঁঠাল পাতার মত,
ঋতু চক্রে বদলায় খোলস কি বলব এত,
জ্ঞানী লোকে বুঝে বাণী  , মানুষ লেগেছে মানুষের পিছে,
সত্য বলায় আপত্তি কাল মামলা ভাজে ভাজে ।


২৬/০৮/২০১৭ ইং