কবরবাসী চাচ্ছে নাযাত মাফ করো হে পরোয়ার দিগার,
তুমি ছাড়া নাই এলাহী সবই যে তোমার।
তোমার দুনিয়ায় খেয়েছি তোমার নিয়ামত,
শুনিনাই তোমার বিধান, কোরো অভিযোগ।


নামাজ,রোজা করিনাই আদায়,হজ,যাকাতে দিয়েছি ফাঁকি,
পরের ঘরে দিয়েছি অগ্নি শুনিনাই কারো দাবি।
এখন কেমনে চাই ক্ষমা, হে প্রভূ ক্ষমা করো মোরে,
আমার কি আর স্বাধ্য আছে দাঁড়াতে তোমার বিচারাগারে।


রাসুলের কথা শুনিনাই, ভবে ভবের ব্যস্ত ছিলাম নাচগানে,
বিরক্তবোধ করেছি আযান যখন দিয়েছে মোয়াজ্জিনে।
মদ,গাজার ভক্ত ছিলাম করেছি চরম নেশা,
বিপদে ফেলে ঘুষ খেয়েছি, সুদকে করে ছিলাম পেশা।


আমার কোন যোগ্যতা নাই, হে প্রভূ ক্ষমা চাহিবার,
ইচ্ছে করে ইবাদতের তরে ফিরে যাই দুনিয়ায় আবার।
সেটাও নাই তোমার বিধানে,
মানুষ দুনিয়াতে আসে একবার জীবনে।


রেখে আসা ছেলে মেয়ে তোমাদের জানাই,
দোয়া করো পরাণ ভরে, আমার কিছুই নাই।
দুনিয়ার সব ধনসম্পদ হয়েছে জীবনের কাল,
উহার মধ্যে পরের হক,আমার মাখণ ফল।


তোমরা যদি না দাও মোরে পাইবো কেমন করে,
দোয়া পাঠাও সন্তানেরা, আমি আটকে গেছি অন্ধকার কবরে।
সাঁপ পোঁকা আর বিচ্ছুর কামড় সইতে নাহি পারি,
কেমন করে পোলসারাত এ দিবো আমি পাড়ি।


বিলিয়ে দাও ধনসম্পদ এতিম মিসকিনকে,
ওরা যেন দোয়া করে এই অসহায়কে।
দুনিয়ার ধন লাগেনা কাজে আমি কবরবাসী,
রাসুল বিনে নেইতো কেহ এথায় সুপারিশী।


২৬/০৩/২০১৮