অশান্তির মুখ করেছি দর্শন,
দুখেরা তাই জীবনে করেছে বর্ষণ।
দুখের সলিলে দেহ পুড়ে ছাঁই,
সুনজরে একবার চেয়ে দেখার কেহ নাই।


অন্তরে যারে করেছি বিশ্বাস,
ঘুরেফিরে সেই বারবার দিয়েছে মিথ্যে আশ্বাস।
জীবন চলার পথে অনেক খেয়েছি ধোঁকা,
সরলতার সুযোগ নিয়ে আমায় করেছে বোকা।


এখনও মরি নাই চলছে শ্বাসপ্রশ্বাস,
তাই হৃদয়ে জাগে বেঁচে থাকার আশ্বাস।
প্রতিশোধ নেওয়ার জন্য নয়,
সত্যের অনুসারীর দেখতে বিজয়।


মন থেকে হিংসা বিভেদ ফেলেছি মুছে,
তাই বারবার শত্রুকে ডেকেছি কাছে।
বলেছি শোনহে ভাই মিথ্যা বলিওনা,
পরের কথায় কারো আঘাত দিওনা।


আমরা হযরত মোহাম্মদ (স:) এর অনুসারী,
আমরা কেনো অহংকার করি।
এসো ভাই চলি সত্যের পথে,
শান্তি আসবেই ফিরে কোন এক রাতে।