মোমের প্রদীপ, প্রেমের প্রদীপ, বংশের প্রদীপ,জ্ঞানের প্রদীপ  ঘরে,
প্রদীপ ছাড়া নেইতো কোথাও, সবই অন্ধকারে।
বিয়ের পরে সংসার সাজাই, বাগানে ফুটে ফুল,
আনন্দে মাতোয়া সবাই দেখে মসগুল।


প্রেমের প্রদীপ জ্বলে নিভে ঝড়ো হাওয়ার মতো,
কখনও কখনও হৃদয় পুড়ে হয় ক্ষতবিক্ষত।
ক্ষণিকের ভালবাসা হয় ভোগান্তি,
বায়না ধরে অনেক কিছু লাগে অশান্তি।


সন্ধা বেলায় মোমের প্রদীপ জ্বলে অন্ধকারে,
জন্মদিনে মোমের আলো নিভিয়ে কেউ স্মরণ করে।
মসজিদ, মন্দির, মাজারে মানত করে প্রদীপ,
মুশকিল আসানে দান করবে এ কেমন পীড়িত।


জ্ঞানের প্রদীপ জ্বলিলে একবার, বিশ্বে ছড়ায় আলো,
জ্ঞানী  লোকের কাছে বসলে, জ্ঞান যে করে টলমল।
অজ্ঞানীদের ভিরে সেথায় বলবে সবাই পাগল,
বিদ্যালয়ে ও সব নয়রে জ্ঞানী , কিছু আছে ছাগল।


১৮/০৩/২০১৮ ইং