ওই সুদূর আসমান ভেদী!
আসিয়াছে কার বাণী
এই মরুর প্রান্তরে?
ছিলো যতো পাপী তাপী,
আলোকিত হয়েছে সবি
বিশ্ব বিধাত্রীর এ বাণী যপে।


সেকাল আরবে নেশার ঘোরে
মেতেছিলো সব মানুষে,
অন্যায় তব ছিলো ঘরে ঘরে।
দেখো বিশ্ব চেয়ে ঐ আরবে,
মরুর বুকে ফুটেছে ফুল!
সব অন্যায় আজ গেছে দুরে।


ভেবে দেখো আজ তোমরা,
সে জাতির ছিলনা মনুষ্যত্ব!
হত্যায় যারা মেতেছিল নিত্য,
ছিল যেন মিথ্যার রাজত্ব।
কিসের পরশে আজ তারা
শ্রেষ্ঠ জাতিতে উপনীত?


যুগে যুগে যত আসমানী বাণী
এসেছে এই ধরণী মাঝে।
সহজে তা নেইনি মেনে
কাফের মুশরিক অজ্ঞ মানুষে
রক্ত ঝরিয়েছে হিজরত করেছে,
এসেছেন যত নবীগণে।


মোর প্রিয় নবী মুহাম্মদ
মোদের কল্যাণে কত দিন রজনী,
কাটিয়াছেন হেরা পাহাড়ে।
সত্যের সন্ধানে মগ্ন সে ধ্যানে,
কেমন করে আসিবে শান্তির সুঘ্রাণ!
এই বিশ্বব্রহ্মাণ্ড মাঝে।


সেদিন বিশ্বের আধার ঘুচাতে
এসেছিলো জিবরাইল,
নুরের নুরানী নবীর তরে,
জ্বালাতে আলোর দিশারি।
পাঠাইছিলেন তিনি মোর খোদা,
আছেন আরশে আজিমে।


কষ্ট করেছেন রক্ত ঝরিয়েছেন
প্রচার করিতে এ বাণী,
সহজ-সরলে আসেনিতো দিন।
হযরত এর উপর আসিয়াছে যে বাণী,
শত শহীদের রক্তে প্রতিষ্ঠিত
আলোর দিশারি পবিত্র আল কোরআন।