****নেতা****
  মো: শাহিনুর রহমান


  তুমি কবি, তুমি নেতা-
তুমি করিলে রচনা একটি কবিতা,
নাম যে তাহার স্বাধীনতা।
     দাড়িয়ে মঞ্চে-
  আবৃত্তি করিলে বর্জকণ্ঠে
সামনে দাঁড়ানো লক্ষ জনতা।


তুমি গাহিলে মুক্তির গান
তোমার কণ্ঠে, কণ্ঠ মিলালো,
সাত কোটি আকুল প্রাণ।
    তুমি দিলে ডাক-
তোমার ডাকে সাড়া দিয়ে,
এ জনতা হলো আগুয়ান।


   তুমি করিলে ঘোষণা
আর নয় দেরি, আনিতে হবে স্বাধীনতা।।
করিল যুদ্ধ, দিলো আত্মহুতি!
সবুজ প্রান্তর রক্তে হলো রঞ্জিত।
তবুও বাঙালি হটেনি তো পিছু,
এ বাংলা করিলো শত্রু মুক্তি।


  তুমি তো সেই নেতা-
তোমার পানে চাহিয়া, আজো জনতা
   কাঁদিছে বহমান।
আজি সব আছে আগের মতো।
   সুধু তুমি নেই!
শেখ মুজিবুর রহমান।।