তোমাকে দেখার নেশায়!
আমি পৃথিবীর পথে চলতে চলতে,
দেখেছি অ'দেখা অনেক কিছু
জেনেছি অনেক অজানারে,
পাড়ি দিয়েছি উত্তপ্ত বালুময় মরুভূমির পথ,
গহীন অরণ্য, নীল জল দিগন্ত, অন্তহীন মাঠ!
কিন্তু দেখা হয় নি, তোমার
ওই মায়াবী চোখ, দীঘল কালো চুল,
ভোরের নব সূর্য কিরণের ন্যায়!
ওই অধরে হাসি।


আমি হেঁটেছি পৌষের সকালে-
শিশির ভেজা দুর্বার উপর,
দুহাতে ছুঁয়ে দেখেছি-
ধানের শীষের উপর শিশির বিন্দু!
অথৈ সমুদ্রের সেই জলরাশি,
জ্বলন্ত শিখা আর প্রজাপতির ডানা
কিন্তু ছুঁয়ে দেখা হয়নি,
তোমার ওই কপালের টিপ।


বিবর্ণ চেহারা বিস্তীর্ণ পথ অবাক পথিক,
আর, মনে অসীম আশা!
কিছু চাহিদা,কিছু স্বপ্ন আর
ইচ্ছে পুরনের আকাঙ্ক্ষা নিয়ে
আজও চলেছি পৃথিবীর পথে পথে
তোমাকে দেখার নেশায়।