আমি বীণার তারে সুর তুলেছি
বিরহ নয় প্রেম গেঁথেছি।
তোমার মায়ার চোখে কাজল দেখে,
প্রেমের সুরে গান বেধেছি।


তোমার মেঘো বরণ এলো কেশে,
সূর্যের কিরণ হেসে ওঠে!
সেই হাসিতে স্বপ্ন দেখে,
আশার সুখে ঘর বেধেছি।


তোমার কপালের ঐ লাল টিপ,
যেন সদ্য ফোটা পদ্ম ফুল।
সেই ফুলের ঐ মধু পেতে!
তোমার প্রেমের ভ্রমর সেজেছি।


তোমার চিকন দুটি ঠোঁটের হাসি,
যেন জ্যোৎস্না ভরা চাঁদের রশ্মি।
এই রুপেতে মুগ্ধ হয়ে
তোমায় আমি ভালোবেসেছি।