*****ভৈরব*****
  মোঃ শাহিনুর রহমান


     হে ভৈরব-
তুমি বয়ে চলেছো আপন ধারায়!
রুপ যৌবনে তুমি এখনো উত্তাল।
এখনো শৈবালের উপর জমে আছে শিশির বিন্দু।
কাশফুল আজো নৃত্য করছে, তোমার তীরে দাড়িয়ে।
শাপলার ফুল আজো শোভীতো, তোমার বুক জুড়ে!
যেমন শিশু মাতৃ কোলে, আদরে আলিঙ্গনে।
পটের ফুল শোভীতো আজো, তোমার বুক জুড়ে।
রুপ যৌবনে তুমি এখনো উত্তাল।
    
   হে ভৈরব-
তুমি রবে আমি রবোনা,
থাকবে তুমি অম্লান।
হয়তোবা আর হবেনা দেখা, কোনো এক কালে!
তখন আর হবেনা বসা, তোমার ঐ পাড়ে।
আসবোনা আর ফিরে তোমার মাঝে, জলো ভরা দৃষ্টিতে।
তখনো আকাশ ফুড়ে জ্যোৎস্না নামবে, তোমার বুকের পারে।
শ্রাবণের ধারা তখনো তোমায় সাজিয়ে দিবে.
ভাসবে তুমি পূর্ণ যৌবনে।
শীতের সকালে বুনো হাসের দল, তখনো চরবে তোমার মাঝে।
সূর্যের কিরণ লেগে তুমি নতুন রুপে হাসবে,
মুখরিত হবে সকলে তোমার রুপের মোহে।
তখন আসবো না আর তোমার কাছে. প্রেম নিবেদনে।
রইবে না আর ভালোবাসার বন্ধন, তোমার আমার মাঝে।
তুমি রবে আমি রবোনা থাকবে তুমি চিরদিনে।