চতু্র্ধিকে  শুধু অন্ধকার আর অদৃশ্য অনলের উত্তাপ,
কবে হবে নিপাত ভূবন থেকে বেকার নামের অভিসাপ।
মনে সহস্র স্বপ্ন বোনে প্রতীক্ষ সুযুগ সন্ধানে,
প্রহরের পর প্রহর কাটে সাফল্য কোথায় কে জানে।
সংসারে যত ঝঞ্জাল বাধে বেকারত্ব এর দায় বাহন,
ঢের অপমান ঢের অপদস্থ হাসি মুখে হয় বরণ।
মানসিক চাপে পর্বত তলায় বড় ছেলে যদি হয়,
চির পরিচিত সেই চক্ষু অস্রু নিঝুম নিশির সঞ্চয়।
কর্ম সন্ধানে এপার ওপার চরনদ্বয় আর সহেনা,
মনে সংশয় আমার বেলা বরকত কেন হয়না!
চার-পাঁচ মুখ পরম আশায় আমার পানে তাকিয়ে,
কি করি যে হায় শুধু হতাসায় ক্রন্ধন আসে এগিয়ে।
তবু হাল ধরি চেষ্টায় পরি পরিনামে কিছু মিলে,
অব্যক্ত ব্যাথা লোকোচুরি খেলে বেকারের গহীন মঞ্জিলে।
পরিবেশ কেন প্রতিকূল বনী পথে ঘাটে দেয় ধিক্কার,
লাঞ্চনার ভয়ে কায়া গহ্বরে গাঁ ঢাকা দেয় চিৎকার।
যে কপালে শুধু দুঃখের রাশি ধুকে ধুকে কেবল মরে,
পৃথিবীই করে পর কোন কালে ছবি হয়ে রয় জীবন সংসারে।।