পৃথিবীর শত দুষ্প্রাপ্য নিত্ত বৃত প্রয়োজন অসাধ্য;
সবই হাতে আজ উপভোগ্য বিলাস কলমের কাছে বাধ্য।
রাজ্য নিতি-রীতি লিখিত গ্রন্থে কলমের এ কি গুন!
ক্ষণিক ঝলকেই ওলটে-পালটে নড়বড়ে সকল কানুন।
কবির জাগরণে ধূসর পত্র পৃষ্ঠে বর্ধিত সৌরব সম্মান,
সবই দুষ্কর ছিল প্রাক প্রথমা কালে কলমই দিয়েছে প্রাণ।
পুস্তক পুঞ্জ পরিণয় বর্ণ সমারোহে মনুষ্যত্বের রূপক,
কলমই মূল রোধে প্রতিকূল স্বর-ব্যাঞ্জনের বাহক।
সাংবাদিকের সুবিশাল প্রশস্ত জ্ঞানকোষ কলমেই শুরু সমাপ্ত,
কত প্রতিকার হয় সৎকার অবিরাম জ্ঞান উন্নয়নে লিপ্ত।
সর্বত করে বিচরণ-বেষ্টন  অনায়াসে, তিন টাকা তার মূল্য,
ক্রয় সস্তাদরে তবুও দাপট যেন গিরি-ক্রন্দসী তুল্য।।