পা‌লের ঘু‌ড়ি বাদল গা‌ড়ি
      হাত দি‌য়ে সব ছলচাতুরী
নাকের নোলক সবুজ ফুল
      প্রথম দেখা সেই‌তো ভুল


ভেজা মেঘ শাপলা চু‌ড়ি
      আড়াই মন মি‌থ্যে আ‌ড়ি
রাঙা মে‌হেদী আকা কাজল
      কা‌ছে আসা উলব‌নের দল


লম্বা স্বপ্ন একটু মায়া
      নতুন গাছ দেয় না ছায়া
পলাশ ডা‌লে আ‌খির জ‌লে
      লোহাগড়া মন একটু কি গ‌লে ?


থাম্ না সময় অতীত পে‌রে‌ায়
      চো‌খে বিশ্বাস অন্ত‌রে ভয়
চো‌খের বা‌লি মালার ডা‌লি
      বিষন্ন মন আমরূপালী


সাদা বক শা‌ন্তির নীড়
      এক চিন্তা অস্তর‌বির
জীবন আ‌লো নী‌লের বেদনা
      মান, অ‌ভিমান সবই করুনা


সবই খেলা হাল তামাশার
      নাই আদালত লা‌টের বিচার
জোৎস্না ডা‌কে তারার বাকে
      আনন্দ মা‌ঝে অশ্রু থা‌কে


ভু‌লের তরী হি‌সেব ক‌রি
      নাই সীমানা মাশুল ল‌ড়ি
নতুন ভোর দো‌য়েল না‌চে
      মন আ‌ঙ্গিনা দীপ্ত উচ্ছ্বা‌সে ।