টিক টিক ক‌রে ব‌য়ে যায় সময়
নদীর স্রো‌তের মত থে‌মে না‌হি রয়
ক্ষণে ক্ষ‌ণে জ‌ন্মে আকাঙ্ক্ষা, প্রত‌্যাশা
সম‌য়ের খেলায় চ‌লে জীব‌নের ডোবা আর ভাসা


সকা‌লের তেজদীপ্ত র‌বি উত্তা‌পে
সারা‌দিন ক্লান্ত শ্রমিক নি‌জের কাজ মা‌পে
বি‌কেল গ‌ড়ি‌য়ে এ‌লে ঢ‌লে প‌ড়ে র‌বি
চ‌ব্বিশ ঘন্টা দি‌নের সমা‌প্তি তো হ‌বি


গোধূলীতে যায় পা‌খি দূর আকা‌শে উ‌ড়ে
শত আভা থা‌কে তখন বিশাল আকাশ জুড়ে
এমন সময় তি‌মির গ্রাস ক‌রে প্রকৃ‌তি
রাত হ‌য়ে এ‌লেই যেন সব কা‌জের সমা‌প্তি


রাত ল‌য়ে চ‌লে যেন হি‌সে‌বের পালা
কি কর‌লে সারাটা দিন ? কিভা‌বে কাটল বেলা ?
দিনক্ষণ খা‌লি ম‌নে অলসতার আভাস
হাত, পা, বু‌দ্ধি সবই আছে আর কি তোরা চাস ?


কাটা‌লো যে শ্রমিক সারা‌দিন ভরি
ঘাম-রক্ত খেলা করি
অলসতার কব‌লে তুই যেন গে‌লি
কা‌লের গহব্ব‌রের প‌থে চ‌লি


দি‌নের সময় তো সমান সবারই
কম লোকই তা বো‌ঝে
বোকারা হা‌রি‌কেন দি‌য়ে শুধু
জীব‌নে আরাম-শা‌ন্তি খো‌ঁজে


আ‌ছে তো সময়, যায় নি এখ‌নো সবটুকু
এখন থে‌কে তব লাগাও কা‌জে হা‌তের অংশটুকু
যায় যা‌বে প্রাণ,হ‌তে পার অপমান,হার মেন না ত‌বে
তোমার স্বপ্ন জ‌য়ে সফল এক‌দিন তু‌মিই হ‌বে ।।