তাক‌ে বল‌ে দ‌িও নদী
        আ‌ম‌ি হত‌ে পার‌ি বধ‌ি
পাল ত‌োলা ন‌ৌকা


তাক‌ে বল‌ে দিও শশী
        আম‌ি কর‌ি দিবা নিশ‌ি
নয় ছয় চিন্তা


তাক‌ে বলে দিও পাখ‌ি
        আম‌ি রং বুক‌ে মাখ‌ি
পাখা ডানা ঝাপটা


তাক‌ে বল‌ে দিও নীল
        আম‌ি হব শঙ্খ চ‌িল
ঘুর‌ে দ‌েখ‌ি আ‌কাশটা


তাক‌ে বল‌ে দিও ফুল
        আম‌ি হব মশগুল
স্নেহ মাখা চোখটা


তাক‌ে বল‌ে দিও বায়ু
        আম‌ি হব দীর্ঘায়ু
তোল পার বুকটা


তাক‌ে বল‌ে দিও ছায়া
        আম‌ি হব দ্বিপায়া
ঘুর‌ে ফির‌ে পথটা


তাক‌ে বল‌ে দিও তরী
        আম‌ি শুভ্র বিভাবরী
তীর খেলা জলটা


তা‌কে ব‌লে দিও র‌বি
        আমি হব মহাক‌বি
সদ‌্য ফোটা জীবনটা


তা‌কে ব‌লে দিও মেঘ
        আ‌মি হব তুষার‌ বেগ
কা‌লো ঘন দিনটা


তা‌কে ব‌লে দিও ঠোট
        আ‌মি হব শেষ নোট
খা‌মে লেখা চিঠিটা


তা‌কে ব‌লে দিও ক‌লি
        আ‌মি হব স‌ে‌ই বু‌লি
লাল শা‌ড়ি ঘোমটা