বাকা দা‌তের স্নিগ্ধ হা‌সি‌তে
        মা‌নিক মুক্তা ঝ‌রে
চাদমাখা ঐ বদন ম‌নে
        আলো ঝলমল ক‌রে


নী‌লিমার ঐ দীপ্ত প্রদীপ
        ছায়া বৃক্ষ মা‌ঝে
লাল চু‌ড়ির ঐ রি‌নিক ঝি‌নিক
        স্বচ্ছ কা‌চে বা‌জে


হা‌রি‌য়ে দী‌ঘি আমরণ জল
         ছলাৎ ছলাৎ ছন্দ
নববধূ রোজ যায় যে তী‌রে
         কা‌খে কল‌সি বদ্ধ


লাল আভা ঐ সূর্যদ‌য়ের
         গগ‌নে আলোকছটা
যুগ্ম অধরযুগল মা‌ঝে
         গোপন স্বাধীনতা


বাগা‌নে আজ ফু‌টে‌ছে ফুল
         গোলাপ বকুল কদম
দীর্ঘ কে‌শে আ‌ছে তার
         চা‌মেলীর সুপ্ত রং


অকুল পাথার নাই যে মা‌ঝি
         দ‌রিয়া পারাপার
ডিঙ্গি নৌকায় তাহার সা‌থে
         খুনসু‌টি বারংবার


অন্ধকা‌রে হারাই মা‌ঝে
        নে‌ই‌ যে হঠাৎ আ‌লো
স্ব‌প্নে এ‌সে নিদ্রা আমার
        আ‌খি কাজলকা‌লো


প‌ঞ্জিকা‌তে বিশাল প্রতীক্ষা
        ম্রিয়মান একটু আশা
তু‌মি আমার কল্পনা নও
        বুক উজার ভালবাসা


থাকত য‌দি সেই অ‌ধিকার
        পৃ‌থিবীর সব খাতায়
লিখে দিতাম শুধু তোমারই নাম
        প্রতি‌টি পাতায় পাতায়