বাঁধা খোপায় আল‌তো ক‌রে
   এটে দেব বর্ষাকদম ফুল
সিঁদু‌রের বা‌টিটা থে‌কে এক চিল‌তে সিঁদুর নি‌য়ে
   প‌রি‌য়ে দিব তোমার সি‌ঁথি‌তে


বৈশাখী মেলা থে‌কে কি‌নে পরাব
   ললা‌টের লাল টিপ
বাহা‌রি দোকান থে‌কে আনব
   স্বচ্ছ লাল ডজনখা‌নেক চু‌ড়ি


শ‌পিংমল থে‌কে পছন্দ করব
   গাঢ় নীল জামদা‌নি শা‌ড়ি
গহনার দোকানে সাজাব তোমায়
   নববধূ রূ‌পের সোনালী আভায়


অ‌ফিস থে‌কে আ‌গে ফি‌রে তোমায়  
   নি‌য়ে যাব পার্কে, উদ‌্যানে
খোলা মোড়‌কের সবগু‌লো বাদাম
   দুজন মি‌ল‌েই শেষ করব প্রেমআলা‌পের ফাঁ‌কে


আবার না হয় লক্ষ্মী স্বামী হ‌য়ে
   মে‌নে চলব তোমার যত আবদার
জন্ম‌দিন, ম‌্যা‌রেজ ডে আর বি‌শেষ দি‌নে
   চম‌কাব তোমায় দিয়ে আকর্ষণীয় উপহার


বাদ‌লের দি‌নে দুলা‌নো চেয়া‌রে ব‌সে
   তোমায় নি‌য়ে লিখব কত কাব‌্য, প্রেমের ক‌বিতা
ভো‌রে ঘুম থে‌কে খুব সকা‌লে উ‌ঠে
   অপলক দৃ‌ষ্টি‌তে তা‌কি‌য়ে থাকব তোমার মুখপা‌নে


জা‌নো, ঐ আকাশ আমার কথা শো‌নে
   বাতাস আমা‌কে আ‌স্তে ছু‌য়ে যায়
ঝি‌লের পদ্ম আমা‌কে ভালবাস‌তে শেখায়
   আর আ‌মি যেন শুধু ভালবা‌সি -
             আর ভ‌ালবা‌সি শুধু তোমায় ।।