আমি জিন্দা আমি নিন্দা  আমি রণবীর
আমি সর্বহারা বিধবার  নীড়,
আমি কোলাহলে বড়া গোধুলী সন্ধা।
আমি ভুখারীর ঝোলার নিচে পরে থাউকা অন্য,
আমি নজরুলের ঝাঁকানো বাবরি চুল,
আমি আমাতে ই খোঁজে পাই নজরুলের
চির উন্নত মম শির।
আমি আ'পনারে ছাড়া কাউকে করি না ভয়
তাই"ত ছিনিয়ে এনেছি বাংলার জয়,
আমি মুজিব  জিয়া শেরে বাংলা ওসমানী
ভাসা নীর কথা বলছি।
আমি ধর্ষিতা বোনের বুকফাটা চিৎকার,
আমি ধর্ষকের মুখের জিব টেনে ছিঁড়ে দিয়ে
করি হাসি উল্লাস,
আমি জিন্দা আমি নিন্দা আমি দিশেহারা
তরুণের মনের আশা।
আমি পদ্মার ভরাট রাশি রাশি জল
আমি ছুটে চলি প্রান্ত থেকে প্রান্তে,দাবানল
ধাহ্ ধাহ্ করে জালিয়ে দেই
স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমি,
আমি জিন্দা আমি নিন্দা।
আমি নজরুলের বল বিদ্রোহী বীর!
আমি সন্তান হারা মায়ের চোখের কনে জমে
থাকা  জল,আমি কুমারীর প্রথম প্রেম
আমি অবুঝ চির কিশোর চির শিশু।
আমি ধ্বংস  ধ্বংসক, আমি কাল জয়ী নিশান,
টা কলার মত রাজনীতিবিদ র সামনে দাঁড়িয়ে
করি সিংহের মহা হুংকার আমি মহা পুরুষ!
আমি দর্শন করি কুমারী রমণীর প্রথম প্রেম
আমি প্রেমিক চির প্রেমিক মহা প্রেমিক,
আমি জিন্দা আমি নিন্দা আমি সমাজে
উচ্চবর্গের অবহেলিত  পুরুষ।।
,,,,,,
আমি নজরুল প্রেমিক
রচনা/২৬/১/২০২২
চাঁদ পুর মেঘনা নদীতে ভ্রমণ সময়