পাখি তোমার মনে পরে আমার কথা?
সেই কথা গুলো,
তোমাকে যখন একবার ভালোবাসি বলতুম,
তুমি চিৎকার দিয়ে আকাশ পাতাল ক্রম পুঞ্জিত
করে তিন বার বলতে ভালোবাসি ।
কেন তুমি চলে গেছ তা জানিনা আমার থেকে
অনেক দূরে।
একবার  ফোন হারিয়ে যায় আমার
ফোন কেনার সমার্থ ছি লোনা,  
আমি কৃষক বাবার সাধারণ ছেলে
চার দিন পর রজনীর প্রথম প্রহরে কল
দিয়ে বলি প্রিয়শীনি আমি ধ্রুব তারা।
প্রিয় মানুষটার কণ্ঠস্বর শুনে
তুমি হতভম্ব হয়ে গেলা,
কিছুখন পরে হাউ মউ করে কেঁদে উঠ লা
আর বলে ছিলা আমি না-কি পাষাণ
তোমাতে মনে রাখি না, মনে পরে সেই কথা,
মনে পরে সেই কথাগুলো গজদিন্ধিনী ।
মনে আছে সুহা কোন এক রজনী মাঝে
নিস্তব্ধ নিশি-তে স্রুতি মধুর
তোমার কথার মাঝে বলে ছিলুম,অন্তরা"
হুমায়রা" তারা মিষ্টি করে কথা বলতে জানে।
তারা প্রিয়দর্শীনির বান্ধবী ছিল,  এটা শুনে  
রাগ করে তুমি কল কেটে দিলুন !  
মেসেজ পাঠিয়ে বলে ছিলা আমি  
অন্য নারীর প্রতি আসক্ত  বেশি করি!
বিশ্বাস কর পাখি সেইদিন থেকে এখন আর
কোন রমনীকে বলি-না তার হাসি  সুন্দর,
তুমি অভিমান করবে বলে।
মেলায় কিংবা গঞ্জে গেলে তোমার প্রিয়
বেলি বকুল আর বড় লাল রঙের গোলা পটা
কিনে রাখি পাখি কে দিব ভেবে,
জানি  ফিরে আসবে না, তুমি'ত পেয়ে গেছ সুখের নীড়,,।
মনে পরে  একবার বলে ছিলুন
জাহাজ কিংবা স্টীমার নয় ডিঙ্গি নায়ে চরে
সঁপে দিব নিজেদের কে,
পাল উড়িয়ে ঘুরবো নদীর তেপান্তর থেকে
তেপান্তর, গাইবো গান লিখবো প্রেমের কবিতা,
সব ভুলে গেছ কি তুমি?
ভালো থাকিস সদা পাখি ভালোবাসা অবিরাম,,  
ইতি তোমার দেওয়া কষ্টের ফেরিওয়ালা
(ধ্রুব তারা)
,,,,,,,,,,,,
রচনা,৫"৭/১/২০২২
তে তুলিয়া- মেঘনা নদীতে ভ্রমণ সময়
বরিশাল, চাঁদ পুর