তোমার মুখের হাসি দেখি অবাক হয়ে
চেয়ে থাকি, তা দেখে পরিরাও লাজে
মরে তুমি কি জানো তাই'গো।
ওগো আমার ফুল রাণী  তোমার ঐ হাসির
মাঝে  মুক্তা ঝরে তুমি কি দেখ তাই'গো।
তোমার অই চাঁদনি মুখের ঝলঝলে হাসি
দেখে আমি যে মরিয়া মরি মরি,
তুমি কি বুঝ তাই'গো।
ওগো আমার ফুল রা যামিনী তোমার
মুখের হাসি দেখে ঐ দূর সাগরের
জলেরাও হেলে দুলে  নাচে। 
বাতাসে ভেসে বেড়ায় মিষ্টি হাসির গুনগুন
শব্দ তোমাতে কি শুনতে পাও তাই'গো ।
যদি কখনো দেখি ওই দূর  আকাশে
জোছনা রাতে চাঁদ হাসে,
তাকে আমি  তোমার  হাসির কথা বলি।
তখন সে লাজে পরে মুখখানি তার 
চুপটি করে মেঘের আরালে ডাকে।
ওগো আমার প্রিয়তমা বান্ধবী জানো তাই'গো।
ভালোবাসি তোমার হাসিকে তোমাকে তাই'গো 
 .....................
রচনা
1/9/2021
সুনামগঞ্জ সুরমা নদীর তীরে বসে লেখা